জনতা ব্যাংক ফরিদগঞ্জ শাখার বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি : জনতা ব্যাংক ফরিদগঞ্জ শাখায় ফরিদগঞ্জ উপজেলার মাদ্রাসার শিক্ষকরা বেতন-বোনাস না পাওয়ায় ঈদের আনন্দ থেকে বঞ্চিত র্শীষক স্থানীয় বিভিন্ন পত্র-পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে পত্রিকায় পাঠানো এক বিবৃতিতে এর ব্যাখ্যা দিয়েছেন জনতা ব্যাংক ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুল কাদের হাজরা ।

তিনি এক বিবৃতিতে জানান, ঈদের একদিন আগে ৩ জুন জনতা ব্যাংক ফরিদগঞ্জ শাখা থেকে ১০৯ টি বেসরকারী প্রতিষ্ঠানের মধ্যে সর্বমোট ৭৩টি প্রতিষ্ঠানকে বিধি অনুয়ায়ী বিল প্রদান করা হয়েছে ।

বিল প্রদানের মধ্যে ৪২টি মাদ্রাসা ছিলো । সময়ের অভাবে শুধুমাত্র ৯টি মাদ্রাসা ওইদিন বিল দিতে সক্ষম হয়নি ।

অর্থাৎ বেশীরভাগ প্রতিষ্ঠানকেই ঈদের আগে বিল পরিশোধ করা হয়েছে । শিক্ষক সমাজও খুশী হয়েছে । ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী ঈদের আগে সকাল থেকে রাত অবদি চেষ্টা-পরিশ্রম করে প্রতিষ্ঠানের বিল করতে সক্ষম হয়েছে ।

এখানে ব্যাংকের কোন গাফিলতি ছিলো না । পরবর্তীতে ১০ জুন বাকী ৯টি মাদ্রাসাতেও বিল দেওয়া হয়েছে । উল্লেখ্য পত্রিকায় বিবৃতিদাতা চাঁদপুর জেলা আওয়ামী ওলামালীগ সভাপতি মাওঃ মোঃ আঃ কাদের মিয়ার প্রতিষ্ঠান পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদরাসার বিলের কাগজপত্র μটির কারণে ৩০ /৫/২০১৯ তারিখ ব্যাংক কর্তৃপক্ষ বিল দেওয়া সম্ভব হয়নি ।

আব্দুল কাদের হাজরা
জনতা ব্যাংক
ব্যবস্থাপক ফরিদগঞ্জ শাখা
চাঁদপুর ।

একই রকম খবর