আহম্মদ উল্যাহ ।। চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান যশোরের স্থানীয় সরকারের উপ-পরিচালক এর দায়িত্ব পালনকালে জনসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরুপ জেলা পর্যায়ে কারিগরি (ব্যক্তিগত) ক্যাটাগরিতে জনপ্রশাসন পদক ২০১৮ এর জন্যে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
গত ১৮ জুলাই জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব ফয়েজ আহম্মদ এর স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২৩ জুলাই ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস”-এ ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে “জনপ্রশাসন পদক ২০১৮” প্রদান করা হবে।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করবেন।
জানা গেছে, চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান একজন জনবান্ধব ও ইনোভেশন অফিসার হিসেবে চাঁদপুরে ব্যাপক পরিচিত পেয়েছেন । ইতিমধ্যে সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন । সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছেন । তিনি জেলা প্রশাসক ফেসবুক আইডিতে মানুষের সমস্যা শুনছেন এবং সমাধানের তাৎক্ষনিক ব্যবস্থা নিচ্ছেন ।
এদিকে চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান জনপ্রশাসন পদকের জন্যে নির্বাচিত হওয়ায় মহোদয়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী। তাৎক্ষণিক মোবাইল ফোনের মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান। সেই সাথে এ পদক পাওয়ায় চাঁদপুরবাসী গর্বিত বলে জানান ।
প্রসঙ্গত, এর আগে চাঁদপুরের সাবেক জেলা মো. আব্দুস সবুর মন্ডলসহ ৬ সরকারি কর্মকর্তা জাতীয়ভাবে জনপ্রশাসন পদকে ভূষিত হয়েছে।