সোহেল রুশদী : জনসেবা প্রদানে গুরুত্বপুর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ জেলা পর্যায়ে (দলগত ) ক্যাটাগরিতে চাঁদপুরের প্রাক্তন জেলা প্রশাসক যুগ্ম সচিব মোঃ আব্দুস সবুর মন্ডল (বর্তমান কর্মস্থল ই-সার্ভিস ইমপ্লিমেন্টশন স্পেশালিষ্ট একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ঢাকা ), বর্তমান চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ ইলিয়াছ,চাঁদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এম এ গফুর মিয়া ও হাজীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ গোলাম মোস্তফা জনপ্রশাসন পদক-২০১৯ এ ভূষিত হয়েছেন ।
২৩ জুলাই বিকেল ৩টায় ঢাকা জাতীয় পাবলিক সার্ভিস দিবস-এ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে থেকে আনুষ্ঠানিকভাবে মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের কাছ থেকে চাঁদপুরের প্রাক্তন জেলা প্রশাসক যুগ্ম সচিব মোঃ আব্দুস সবুর মন্ডল ,বর্তমান চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানসহ ৫জন জনপ্রশাসন পদক-২০১৯ গ্রহন করেন ।
জনপ্রশাসন পদক-২০১৯ এর মধ্যে ছিলো পদক, প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত সনদপত্র ও ২০ হাজার টাকার চেক ।
জানা গেছে, চাঁদপুর জেলায় মা ও শিশু স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা অবদান নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করণ এবং মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হার কমানোর জন্য জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডিজিটাল সেবা অনলাইন পর্যবেক্ষণ সফওয়্যার ব্যবস্থাপনায় সাফল্যের জন্য চাঁদপুরকে ২০১৯ সালের জন্য জেলা পর্যায়ে দলগত ভাবে জনপ্রশাসন পদকের জন্য মনোনীত করেছেন।
এ নিয়ে তিনবার চাঁদপুর জেলা প্রশাসন ইনোভেটিব ও জনবান্ধব কাজের জন্য জনপ্রশাসন পদক পেয়েছিলেন । ২০১৭ সালে চাঁদপুরের তৎকালীন জেলা প্রশাসক বর্তমান যুগ্মসচিব মোঃ আব্দুস সবুর মন্ডলসহ ৭জন ব্র্যান্ডিং জেলা চাঁদপুর এবং নাগরিক সেবার জন্য জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদক পেয়েছেন এবং ২০১৮ সালে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানসহ ৪জন জনবান্ধব ও গৃহহীনদের গৃহদানের জন্য জনপ্রশাসন পদক পেয়েছেন । এ দিকে পর পর তিনবার চাঁদপুর জেলা প্রশাসন জনপ্রশাসন পদক পাওয়ায় চাঁদপুরের সুধীজন , জনপ্রতিনিধি,সুশীল সমাজ,সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাই অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন ।
ইনেভোটিভ ও নাগরিক সেবার জন্য এ পদক সত্যিই বিরল সম্মানের । আর এই জনপ্রশাসন পদকের জন্য চাঁদপুর জেলা প্রশাসনের কাজের গতি আরো বাড়বে বলে মনে করেন নাগরিক সমাজ ।
অপরদিকে চাঁদপুরের প্রাক্তন জেলা প্রশাসক যুগ্ম সচিব মোঃ আব্দুস সবুর মন্ডল ,বর্তমান চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানসহ ৫জন জনপ্রশাসন পদক-২০১৯ এ ভূষিত হওয়ায় তাদেরকে প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও সম্পাদক সোহেল রুশদী ।