চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলায় জাইকার অর্থায়নে সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে তিন দিনের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি (আইসিটি) (২৪ ডিসেম্বর) চাঁদপুর সরকারি হাসান আলী উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন ঐতিহ্যবাহী চাঁদপুর পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ হোসাইন ও আহমাদিয়া ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো. আমিনুল ইসলাম। প্রশিক্ষণে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।