স্টাফ রিপোটার : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদাত বার্ষিকী ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম মাওলা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডঃ কামালউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সাধারন সম্পাদক অ্যাডঃ এ জেড এম রফিকুল হাসান রীপন।
উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডঃ ফজলুল হক সরকার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ ইকবাল বিন বাশার, অ্যাডঃ কামরুল ইসলাম , জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ আমানউল্লা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক সভাপতি অ্যাডঃ জহিরুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাডঃ বিনয় ভুষন মজুমদার, সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডঃ আহছান হাবিব, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডঃ সলিমউল্লা সেলিম, মুনির চেীধুরী, ফেরদেীস আলম বাবু, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য অ্যাডঃ জসিম পাটওয়ারী, সমিতির সাবেক সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারন সম্পাদক অ্যাডঃ ছাইয়েদুল ইসলাম বাবু, সাবেক সাধারন সম্পাদক অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ বাবর বেপারী, চাঁদপুর সদর উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক অ্যাডঃ মহসিন খান, ইসলামিক ‘ল’ ফোরামের সাধারন সম্পাদক অ্যাডঃ শেখ আবুল খায়ের মোঃ ছালেহ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ শাহাজাহান মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা দলের সভানেতী অ্যাডঃ মুনিরা চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও বিএনপি নেতা অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন, অ্যাডঃ মিজানুর রহমান, অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, অ্যাডঃ আবুল কালাম সরকার, অ্যাডঃ জাহাঙ্গীর খান, অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল, অ্যাডঃ শাহেদুল হক মজুমদার সোহেল,আইনজীবী অ্যাডঃ হুমায়ন কবির, অ্যাডঃ বদরুল আলম চৌধুরী সহ অতিথিগন ।