চাঁদপুর খবর রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ শীর্ষক টুনামেন্টে আজ ৩ সেপ্টেম্বর থেকে চাঁদপুর সদর উপজেলা পর্যায়ে শুরু হতে যাচ্ছে ।
আজ সকাল সাড়ে ৯টায় বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে মৈশাদী ইউনিয়ন বনাম আশিকাটি ইউনিয়ন পর্যায় অনুষ্ঠিত হবে ।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান । খেলায় সভাপতিত্ব করবেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ শীর্ষক টুর্নামেন্টে সফল করতে এরই মধ্যে একটি উপজেলা কমিটি ও বেশকটি উপকমিটি গঠন করা হয়েছে । টুর্নামেন্ট সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা ।
জানা গেছে,উক্ত ফুটবল টুর্নামেন্টে ৫ সেপ্টেম্বর বিষ্ণুপুর ইউনিয়ন বনাম কল্যানপুর ইউনিয়নের খেলা সফরমালি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। ৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় তরপুরচন্ডী ইউনিয়ন বনাম রাজরাজেশ্বর ইউনিয়নের খেলা তরপুরচন্ডী জি.এম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এবং বিকাল ৩টায় রামপুর ইউনিয়ন বনাম শাহমাহমুদপুর ইউনিয়নের খেলা শাহতলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। ৭সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় বালিয়া ইউনিয়ন বনাম বাগাদী ইউনিয়নের খেলা বাবুরহাট স্কুল এনড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। ৮ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১টায় চান্দ্রা ইউনিয়ন বনাম হানারচর ইউনিয়নের খেলা চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে ও একই দিন বিকাল ৩টায় লক্ষীপুর মডেল ইউনিয়ন বনাম ইব্রাহীমপুর ইউনিয়নের খেলা হরিণা চালিতাতলী এড.ইন্স. উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।