চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছ।

শুক্রবার বিকেলে পুরাণবাজার ওচমানিয়া মাদ্রার সংলগ্ন নতুন রাস্তায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখনে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক অ্যাড. আঃ লতিফ শেখ।

তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় পার্টি একটি আস্থার সংগঠন। এ সংগঠনের প্রতি সকলেই আস্থা রাখতে পারে। তাই তো দেশের সচেতন মানুষ ও রাজনীতিবিদদের জন্য এ দলের রাস্তা সার্বক্ষণিক খোলা। জাতীয় পার্টি আজ একটি সুসংগঠিত দলে পরিণত হয়েছে। দেশের সাধারণ মানুষ এ দলের প্রতি আজ আস্থা পাচ্ছে। জাতীয় পার্টি একটি উন্নয়ন মুখী ও সু-শৃঙ্খল দল। আগামী নির্বাচনে বাংলার মানুষ হুসাইন মুহাম্মদ এরশাদকে জাতীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে। উন্নয়ন যদি কোন সরকার করে থাকে তাহলে হোসেন মোহাম্মদ এরশাদই করেছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জাতীয় ক্ষমতায় গিয়ে সরকার গঠন করবে। দেশের মানুষের জন্য কাজ করবে আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ।

তিনি আরো বলেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে কেউ নির্বাচন ও এরশাদকে বাদ দিয়ে কেউ সরকার গঠন করতে পারবেনা। চাঁদপুরকে এগিয়ে নিয়ে যেতে হুসাইন মুহাম্মদ এরশাদকে ক্ষমতায় বসাতে হবে। জাতীয় পার্টি সব সময় দেশের জনগনকে সাথে নিয়ে উন্নয়ন কাজ করে। দেশের উন্নয়ন কাজকে এগিয়ে নিতে যেতে আপনারা সব সময় জাতীয় পার্টির ছায়াতলে ঐক্যবদ্ধ থাকতে হবে। হুসাইন মুহাম্মদ এরশাদ গরিব ও দুঃখী মানুষের পাশে থেকে কাজ করে আনন্দ পান। এরশাদের বিকল্প এদেশে কোন নেতা নেই। তাই সোনার বাংলা গড়তে এরশাদের দরকার। দেশের উন্নয়নে ও মানুষের কল্যাণে জাতীয় পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ থেকে এরশাদের হাতকে শক্তিশালী করার আহবান জানান।

পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক সফিউল আজম শাহজাহান, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাড. মোহাম্মদ মহসীন খান, সিনিয়র যুগ্ম-আহবায়ক মাও. জাকির হোসেন হিরু, জেলা কৃষক পার্টির সভাপতি মমতাজ উদ্দিন মন্টু গাজী, জেলা জাতীয় পার্টির সদস্য শাহাজাহান মাতাব্বর, ইব্রাহিম দেওয়ান স্বপন, আলহাজ মফিজ বেপারী, জেলা যুব সংহতির আহবায়ক মো. ফেরদৌস খান, কেন্দ্রীয় ছাত্র সমাজের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন পাটওয়ারী।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, যুবসংহতি নেতা শাহীন বেপারী, মোজাম্মেল হোসেন মারুফ, ১নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিএম ওমর ফারুক, ৩নং ওয়ার্ড জাতীয় পার্টি নেতা মো. রফিক মিয়াজী, দিলীপ দাস, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নূরুজ্জামান কালুসহ আরো অনেকে।
সবশেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ২নং ওয়ার্ড জাতীয় পার্টির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি চন্তু বেপারী, সহ-সভাপতি আলী মুন্সি, সাধারণ সম্পাদক শিরু ছৈয়াল, সহ-সাধারণ সম্পাদক সাগর মিয়া, আব্দুর রাজ্জাক গাজী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পগুসহ আরো অনেকে।

একই রকম খবর

Leave a Comment