চাঁদপুর খবর রির্পোট: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর চাঁদপুর সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীগনের তালিকা প্রকাশ করা হয়েছে।
গতকাল ১৪সেপ্টেম্বর (মঙ্গলবার) চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মো: আব্দুল হাই স্বাক্ষরিত এ তালিকা প্রকাশ করা হয়।
এবছর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন উত্তর বালিয়া সপ্রাবির প্রধান শিক্ষক বি এম মুসলেহ উদ্দিন জিলানী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন রালদিয়া সপ্রাবির প্রধান শিক্ষিকা লুৎফুর নাহার, শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হন বিষ্ণুদী আজিমীয়া সপ্রাবির সহকারি শিক্ষক মুহাম্মদ আনোয়ার হোসাইন, শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা নির্বাচিত হন হানারচর সপ্রাবির সহকারি শিক্ষিকা ফারহানা ইয়াছমিন।
শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়নবিষ্ণুদী আজিমীয়া সপ্রাবি, শ্রেষ্ঠ এসএমসি নির্বাচিত হন ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবির ম্যানেজিং কমিটির সভাপতি ও রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্ম নির্বাচিত হন সফরমালী সপ্রাবির আব্দুল আজিজ খান দুদু, শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হন উত্তর মৈশাদী সপ্রাবির মো: ফয়সাল পাটওয়ারী, শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হন এটিও ইলিয়াছ, ঝড়ে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছে এম প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে বাগাদী সপ্রাবি।