স্টাফ রিপোটার : পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বাংলাদেশ অাওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,চাঁদপুর-হাইমচর-৩ অাসনের উন্নয়নের রূপকার অালহাজ্ব ডাঃ দীপু মনি বলেছেন,বাংলাদেশে ১০৪ টি বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে অারো ৩৪ টি বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার অপেক্ষায় রয়েছে এতেই বুজা যায় বাংলাদেশ অাওয়ামীলীগ বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় অায় বৃদ্ধিতে অন্য যে কারোর চেয়ে অত্যান্ত দক্ষ।অার এটা সম্ভব হচ্ছে জননেত্রী শেখ হাসিনার জন্যই।
৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁদপুরের অায়োজনে চাঁদপুর প্রেস ক্লাবে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্য বাস্তবায়নে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮(৬ হতে ৮ সেপ্টেম্বর) অনির্বাণ অাগামী বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের অালোচনা সভায় মোবাইলে টেলি কন্ফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অারো বলেন,চাঁদপুরে গত বছরের জুলাই মাস থেকে অদ্যাবদি মাত্র ৫২ হাজার গ্রাহককে প্রিপেইড মিটার দেয়া হয়।যার মধ্যেই ৯ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ী হয়েছে অার প্রিপেইড মিটারে এই বিদ্যুৎ সাশ্রয় গ্রাহকরা নিজেরাই করছেন।এ ছাড়াও এ পযন্ত অাওয়ামীলীগ সরকারের অামলে ১ কোটি ৬৮ লক্ষ নতুন গ্রাহককে বিদ্যুৎতের অাওতায় অানা হয়েছে। অার এ বিদ্যুৎ সরবরাহ অামরা শতভাগ নিশ্চিত করতেই কাজ করবো।তিনি বলেন,চাঁদপুরে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে এবং অারো দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু হওয়ার প্রক্রিয়ায় অাছে।এজন্য চাঁদপুরবাসীর পক্ষ থেকে
জননেত্রী শেখ হাসিনাকে অামরা অভিবাদন জানাই এবং তাঁর দীর্ঘায়ু কামনা করছি।
তিনি অারো বলেন,জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে অাবারো ক্ষমতায় অানতে নৌকায় মার্কায় ভোট দিন।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ(বিওবো) বিভাগের চাঁদপুর জেলার নির্বাহী প্রকৌশলী এস এম ইকবালের সভাপতিত্বে এবং জেলা বিদ্যুৎ শ্রমিক লীগ সভাপতি ইসমাইল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চাঁদপুর পৌর মেয়র ও জেলা অাওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন অাহমেদ।
তিনি বলেন, বিদ্যুৎতেরর অালো সারা দেশ তথা প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে পরেছে।এজন্য শিক্ষার্থীরা নিজেদের পড়ালেখার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হতে পারছে।তাদের সাফল্যে দিন দিন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে।তিনি বলেন,ওই এরশাদ সরকারের শাসনামল থেকেই দুর্ণীতি অার নষ্টামী শুরু হইছে।অার জিয়া,খালেদা জিয়া ওই দূর্ণীতি অব্যাহত রেখে দেশকে পিছিয়ে নিয়ে গেছে।তারেক জিয়া ত খাম্বা স্থাপনের নামে লুটপাট করে বিদ্যুতেরর টাকা ধ্বংস করে দিছে।সেই অবস্থান থেকে অাজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদ্যুতের দেশকে এতোটাই এগিয়ে নিয়ে গেছে যে ওই সাম্প্রদায়িক গোষ্টি পাকিস্তানও বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের থেকে হাত পাতে। সভায় বিশেষ অতিথি হিসেবে অারো বক্তব্য রাখেন,জেলা অাওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা অাবু নঙ্গম পাটোয়ারী দুলাল।
তিনি বলেন, দেশে বিএনপির অামলে ছিলো ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ।অার জননেত্রী শেখ হাসিনার অামলে দেখুন বিদ্যুতের কি পরিমাণ উন্নয়ন হয়েছে।শেখ হাসিনা সরকারের অামলে বিদ্যুতের উৎপাদন দিন দিনও বাড়ছে।বিদ্যুৎতের উৎপাদন সক্ষমতা অাগের চেয়ে বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানও এদেশ থেকে বিদ্যুৎ অামদানি করার চেষ্টা করছে।এতেই বুজা যায় অাওয়ামীলীগ বিদ্যুৎ উৎপাদনে কতটা দক্ষ।তাই বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে সকলে সচেতন হবেন এটাই কাম্য।
বিশেষ অতিথি হিসেবে অারো বক্তব্য রাখেন,ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান।তিনি বলেন,অাগামী ৪ মাসের মধ্যে যে ঘরে বিদ্যুৎ নেই তা দিতে হবে।সরকার মিনি সাইক্রো নেনো সোল্যার এর মাধ্যমেও ঘরে ঘরে বিদ্যুৎ পৌছানোর প্রকল্প হাতে নিয়েছে।তবে বিদ্যুৎ সেক্টর নিয়ে যদি কেউ কোন রকমের নাশকতা করার চেষ্টা করে তাহলে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে অারো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।
তিনি বলেন,বর্তমান সরকার ৪ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে।বিদ্যুৎ উৎপাদনে দুর্ণীতি অনেকটাই কমে গেছে।তবুও এখন অার বিদ্যুৎতেরর জন্য কল-কারখানা বন্ধ হয় না।অাপনার শহরে যে সব ট্রান্সফর্মার লাগিয়েছেন সেগুলোও তার গুলোর দিকে অারো নজর দিবেন।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মিজানুর রহমান,জেলা অানসার কমান্ড্যান্ট এ এস এম অাজিম উদ্দিন,চাঁদপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মির্জা জাকির,জেলা ক্যাব সভাপতি জিবন কানাই চক্রবর্ত্তী প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিদ্যুৎ শ্রমিক লীগ সাধারণ সম্পাদক শাহ অালম তালুকদার ও রহিম ঢালী,বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিদ্যুৎতের সকল স্তরের কর্মকর্তা,কর্মচারী ও নেতৃবৃন্দ।অালোচনা সভার শুরুতে পবিত্র কোরায়ান তেলোয়াত করেন শ্রমিক নেতা মজিবুর রহমান।
এর অাগে সকাল ৯ টায় জেলা পরিষদ চেয়ারম্যান অালহাজ্ব ওচমান গনি পাটোয়ারীর নেতৃত্বে জেলা বিদ্যুৎ শ্রমিক লীগ(সিবিএ) এর বিভিন্ন পর্যায়ের কর্মচারীর অংশ গ্রহণে (সিবিএ) কাযালয় থেকে চাঁদপুর প্রেস ক্লাব পযন্ত একটি রেলী বের হয়।