চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ সম্পন্ন

ইব্রাহীম খান : “স্বয়ং সম্পূর্ন মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাধ্য বিষয়কে সামনে রেখে চাঁদপুরে শুরু হওয়া মৎস সপ্তাহ ২০১৮ এর মূল্যায়ন, পুরস্কার প্রদান ও সমাপনী শনিবার (২৮ জুলাই) বিকাল ৪টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

তিনি বলেন, “সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মৎস্য বিভাগের অবস্থান অন্যতম প্রসংশনীয়। এছাড়াও মৎস্য বিভাগ আমাদের একটি গুরুত্বপূর্ন বিভাগ। এ বিভাগের উন্নয়নে সকলকে আরো মনোযোগী হতে হবে। যাতেকরে আমাদের মৎস্য চাষিরা পোনা উৎপাদন থেকে শুরুকরে সহজে মাছ বাজারজাত করতে পারে। এমনকি এ মাছ বিদেশের বাজারে পাঠানোর ব্যবস্থাও করতে হবে। এজন্য প্রয়োজন আমাদের এসব কাজ করতে যে যে সমস্যা রয়েছে তা আগে সমাধান করা।মৎস্য চাষির সংখ্যাও আমাদের বৃদ্ধি করতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশে এক সময় মানুষ না খেয়ে মারাযেত, এখন দেশের সে অবস্থান থেকে উন্নয়ন ঘটেছে। এখন আমাদের খাদ্যের অভাব নেই কিন্তু অভাব হচ্ছে নিরাপদ খাদ্যের। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও তার তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় পৃথিবীর কোথায় কি হচ্ছে তার তথ্য বান্ডার বেরকরে বাংলাদেশে প্রয়োগ করছে। তাই দেশকে এগিয়ে নিতে আমাদের সকলকে ও সবার অবস্থান থেকে কাজ করতে হবে।

জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. মঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল মালেক দেওয়ান, মৎস্য চাষি সোহেল মিয়াজী, আসলাম তালুকদার প্রমূখ।

অনুষ্ঠানে ৬জনকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ এ সফলতার জন্য সনদ প্রদান করা হয়।

একই রকম খবর

Leave a Comment