জাতীয় যুব সংহতি চাঁদপুর জেলা শাখার আহবায়ক কমিটির পরিচিত

ইব্রাহিম খান : জাতীয় যুব সংহতি চাঁদপুর জেলা শাখার নব আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) গনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে জাতীয় যুব সংহতির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

জেলা যুব সংহতির আহবায়ক হাজী মো: গোলাম মোস্তফা নিঝুম পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব সফি উল্লাহ সফি। তিনি বলেন কমিটির ব্যাপারে সবার সাথে আলাপ আলোচনা করলে আজকের কমিটির আহবায়ক নিঝুমের নাম আসে। কারন তার পিতা এই জাতীয় পার্টির জন্য রাজপথ কাপিয়ে ছিলেন।

এছাড়াও বিভিন্ন কারনেই এই কমিটির দায়িত্ব নিঝুমের হাতে দেয়া হয়েছে। প্রধান অতিথি বলেন, যেখানেই যাই কেন্দ্রীয় থেকে শুরু করে সর্বস্থানে চাঁদপুরবাসীকে পাওয়া যায়। কারন চাঁদপুরেরর মানুষ যোগ্য।

চাঁদপুর একটি রাজনৈতিক জেলা। আর এই ঐতিহ্য ধরে রাখতে হবে। আজকে যেই কমিটি করা হয়েছে সেই কমিটির মাধ্যমেই জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করে তুলতে হবে। একসময় চাঁদপুরের মাটিকে এরশাদের ঘাটি হিসেবে পরিচিতি ছিলো এখন চাঁদপুরের মাটিকে জিএম কাদেরের ঘাটি হিসেবে পরিচিতি করে গড়ে তুলতে হবে।

জেলা যুব সংহতির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো: নাজমুল হোসেন গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য বি এম নুরুজ্জামান, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর, কেন্দ্রীয় যুব সংহতির যুগ্ম সাধারন সম্পাদক পাটওয়ারী মো: সালাউদ্দিন বাচ্চু, জেলা জাতীয় পার্টির সদস্য শাহজাহান মাতব্বর, সাবেক প্রচার সম্পাদক ইব্রাহিম দেওয়ান স্বপন, জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক ওমর ফারুক বাবু, মো: সাদ্দাম হোসেন রনি, ,মো: গিয়াস, ১০নং সাখুয়া ইউনিয়ন যুব সংহতির সাবেক সভাপতি মো: মুন্নাফ মেম্বার, যুব সংহতি মতলব (উ) সভাপতি অ্যাড. শামিম, শহর কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: ফারুক গাজী, সদর উপজেলা যুব সংহতির আহবায়ক রফিকুল ইসলাম চান্দু, সংগঠনিক সম্পাদক মো: সেলিম, সদস্য সচিব মো: হারুন গাজী, হাজীগঞ্জ উপজেলার যুব সংহতির যুগ্ম আহবায়ক মো: বাবলু, পৌর যুব সংহতির সাবেক সাধারন সম্পাদক মো: আলাউদ্দিন, হাইমচর থানা যুব সংহতির সভাপতি মো: খাজা আহমেদ, সদস্য সচিব আবু সুফিয়ান, উপজেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুব সংহতির সদস্য আজহার মুফ্তি প্রমূখ।

এসময় বক্তারা বলেন, এই যুব সসংহতি পল্লীবন্ধুর প্রথম দল। এই দল অনেক আন্দোলন করেছে। আজকে পকেট কমিটির ষড়যন্ত্রের কারনে এই যুব সংহতি প্রায় বিলুপ্তির পথে। এই দলকে পুনরায় চাঙ্গা করতে সবাইকে ঐক্যবোধ্য হতে হবে। সুশৃঙ্খল নেতা ৫জন ভালো কিন্তু উসশৃঙ্খল নেতা ৫০০জন ভালো না। আমরা কোন ভাইয়ের দল করি না, আমরা পল্লীবন্ধু হোসেন মো: এরশাদের দল করি। যারা যেই পদে আছেন সেই পদকে সম্মান করতে হবে। আওয়ামী লীগ একটি স্বার্থপর দল। তারা তাদের নেতাদেরকেই ঠিকমত মূল্যায়ন করে না, তাহলে আমাদেরকে কিভাবে মূল্যায়ন করবে? পরপর তিনটি নির্বাচনে আমাদেরকে চর্কী দেখিয়েছে। বিএনপি জামায়ত ছাড়া কথা বলতে পারে না। বিএনপি একটি ছত্রভঙ্গ দল। এই জাতি এখন বিকল্প শক্তি দেখতে চায়। আর এই বিকল্প শক্তি হচ্ছে জাতীয় পার্টি।

এসময় আমন্ত্রিত অতিথিদেরকে নব-আহবায়ক কমিটির সদস্যরা ফুল দিয়ে বরন করে নেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাইমচর থানা যুব সংহতির সভাপতি মো: খাজা আহমেদ।

একই রকম খবর