স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা পরিষদ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে : জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের মাসব্যাপী শোক ব্যাজ ধারণ, জেলা প্রশাসনের মাধ্যমে ৫ শতাধিক সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ, শোক দিবস উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় ব্যানার স্থাপন, ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল ৮টায় জেলা পরিষদে পবিত্র কোরআন খতম, ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জেলা প্রশাসন আয়োজিত শোক র্যালিতে অংশ্রগহণ, সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ এবং বাদ জোহর একই স্থানে গণভোজ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী। সভাপতিত্ব করবেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নান। আজকের কর্মসূচিতে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।