করেসপন্ডেন্ট : ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ মুজাফফর অালী-অাংকুরেন্নেছা ফাউন্ডেশনের একটি দ্বীনি প্রতিষ্ঠান অাংকুরেন্নেছা মহিলা মাদ্রাসার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী
উপলক্ষে দোয়া ও অালোচনা সভা এবং বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অাগষ্ট ) রাত সাড়ে ৮ টায় খলিশাডুলীতে অাংকুরেন্নেছা মহিলা মাদ্রাসার অফিস কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং অাংকুরেন্নেছা মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মহিউদ্দিন রাসেল সভাপতিত্বে এবং জীবনদীপের নির্বাহী পরিচালক বৈভব মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা অাওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষন মজুমদার।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু এক বীরের নাম।তিনি দেশকে এগিয়ে নিতে কাজ করতেন বহু বার।খুনিরা ব্যক্তি মুজিবকে হত্যা করলেও তাঁর অাদর্শকে হত্যা করতে পারে নাই।
এসময় অারো বক্তব্য রাখেন জেলা দলিল লিখক সমিতির সভাপতি এম অাই মমিন,পরিচালনা করেন
করেন।বালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অাশিক উল্যাহ খান, ই হক কোচিংয়ের পরিচালক ডি কে মৃদুল প্রমুখ।
পরে অাংকুরেন্নেছা মহিলা মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে অামন্ত্রিত অতিথিরা বই বিতরন করেন।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর অাগে বিকালে খলিশাডুলী জামে মসজিদের ইমাম ইকবাল অনুষ্ঠানের অংশ হিসেবে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।