স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী আহমদিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৫ আগষ্ট) এ উপলক্ষে মাদরাসা মিলনায়তনে আলোচনাসভা ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী বাগাদী দরবার শরীফ এর পীর ও মাদরাসা পরিচালনা পর্ষদের সহ সভাপতি সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা এ কে এম নেয়ামত উল্যাহ খান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন গাজী বিল্লাল।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু আব্দুল্লহ মোহাম্মদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বাগাদী মাদরাসার আরবী প্রভাষক পীরজাদা মাহফুজ উল্যাহ ইউসূফী।
সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আহসানুল্লাহ, অভিভাবক সদস্য মাওলানা জাকির হোসেন হীরু এবং মাদরাসার শিক্ষকমন্ডলী, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।