মো: রানা সরকার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী গ্রামের মুন্সি বাড়ি নিবাসী ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো: নুরুজ্জামান মুন্সির শ্যালক ও শাহতলী কামিল মাদরাসার আলিমের প্রাক্তন ছাত্র মো: জাহিদুল ইসলাম (জাহিদ) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সংবাদে সর্বত্র শোকের ছায়া নেমে আসে ।
গত বুধবার (২৪জুলাই) সন্ধ্যা ৬টা ২০মিনিটের সময় ঢাকা উত্তরা বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ২৮বছর। তিনি মৃত্যুকালে ১বোন, ১ভাই ও ভগ্নিপতিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম জাহিদুল ইসলাম (জাহিদ) এর নামাজের জানাজা গতকাল (২৫জুলাই) বৃহস্পতিবার সকাল ১০টায় শাহতলী কামিল মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজের জানাজায় ইমামতি করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। জানাজা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের নামাজের জানাযার পূর্বে শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,মাদ্রাসা গভনির্ং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন ,মরহুমের ভগ্নিপতি জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো: নুরুজ্জামান মুন্সি, মরহুমের ভগ্নিপতি মো: নজরুল ইসলাম , মরহুমের বড় ভাই মো: শামছুল ইসলাম বাদল, মাদরাসার কামিল শিক্ষার্থী সাংবাদিক মো: আবদুল্লা শাকুর।
এ সময় জানাযার নামাজে অন্যদের মধ্যে অংশগ্রহন করেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, শাহতলী কামিল মাদরাসার ১ম মুহাদ্দেস মাওলানা ইয়াছিন মিয়া, ২য় মুহাদ্দেস মাওলানা আখতার হোসাইন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, আরবী প্রভাষক মাওলানা মহিউদ্দিন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মো: আব্দুর রব মাষ্টার, ৬নং মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: তারেক খান, কৃষি ব্যাংকের কর্মকর্তা মো: আবু নওসুদ মুন্সি, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক ও কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম গাজী, মাদরাসার সহকারি শিক্ষক হাফেজ জহির হুজুর,সমাজসেবক নুরুল হক মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো: সফিক কারী, হামানকর্দ্দী ইউপি মেম্বার ফারুস সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মো: মুকবুল তপদার,সহকারী শিক্ষক দিদার হোসেন মিজি,ব্যবসায়ী আব্দুল আজিজ মিজিসহ এলাকার সর্বস্তরের শতশত মুসল্লিগণ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাযার নামাজের পূর্বে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।
উল্লেখ্য