চাঁদপুর গোপাল জিউর আখড়ার উল্টো রথ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ।। সারাদেশের ন্যায় চাঁদপুরেও ব্যাপক আয়োজনে গতকাল রবিবার বিকেলে উল্টো রথ অনুষ্ঠিত হয়েছে।

নতুন বাজার শ্রীশ্রী গোপাল জিউর আখড়া মন্দিরের আয়োজনে উল্টো রথ অনুষ্টিত হয়েছে। গত ১৪ জুলাই প্রথম রথ টেনে গোপাল জিউর আখড়া থেকে মেথা রোডস্থ দূর্গা মন্দিরে নিয়ে রাখা হয়।

উল্টো রথ ওই মন্দির থেকে টেনে শহর প্রদক্ষিন করে গোপাল জিউর আখড়া মন্দিরে গিয়ে শেষ হয়। রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতি মূর্তির পাশাপাশি গোপালের প্রতিবিম্ব রথে স্থাপন করে রথ টানা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোপাল জিউর আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি দুলাল কর্মকার, সাধারণ সম্পাদক চির রঞ্জন রায়, সহ-সাধারণ সম্পাদক শুধাংশ রঞ্জন ঘোষ, মধুসুদন পোদ্দার, অর্থ সম্পাদক ডা: মনোরঞ্জন ঘোষ, সাংগঠনিক সম্পাদক বাপ্পী পাল, সাংস্কৃতিক সম্পাদক পীযুষ কান্তি রায় চৌধুরী, সদর থানা পূজা পরিষদের সভাপতি সুশীল কুমার সাহা, সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, মেথা রোড দূর্গা মন্দির পরিচালনা কমিটির আহŸায়ক রূপালী চম্পক, সদস্য সচিব রিপন ভদ্র, গোপাল জিউর আখড়া কমিটির সদস্য প্রবীর সাহা বাচ্চু, অরবিন্দু কর্মকার, খোকন দে, খোকন চক্রবর্তী, স্বপন চক্রবর্তী, রুহীপদ সাহা, নিরঞ্জন পাল, বাবু লাল সাহা, দিলীপ পাল, সুমন কর্মকার সহ হিন্দু সম্প্রদায়ের শত শত ভক্তবৃন্দ। সবশেষে গোপাল জিউর আখড়ার ভক্তদের মাঝে উল্টো রথযাত্রা উপলক্ষে প্রসাদ বিতরণ করা হয়।

একই রকম খবর

Leave a Comment