জিলানী চিশতী উবিতে প্রজেক্টরের মাধ্যমে শ্রেণি কার্যক্রম উদ্বোধন

মো: রানা সরকার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শ্রেণি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে ।

২৪ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২টায় পর্যবেক্ষণ ও উদ্বোধন করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। এ সময় শ্রেনি কার্যক্রম পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফাহিমা জাহান।

পর্যবেক্ষনের সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন তোমাদের নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে এবং ক্লাস করতে হবে। ভালো ফলাফল অর্জন করতে হলে পড়া-লেখার প্রতি মনোযোগী হতে হবে। তোমাদের আসন্ন এস.এস.সি পরীক্ষা খুব নিকটে তাই মনোযোগসহ পড়াশুনা করতে হবে। তোমাদের ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে হবে। তোমাদের কোন বিষয়ের সমস্যা থাকলে আমাকে জানাবে।

তিনি আরও বলেন এ বিদ্যালয়ে নিয়মিত মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। এখন কম্পিউটারের যুগ, তাই তোমাদের কম্পিউটার ভালোভাবে শিখতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার জ্ঞানও অর্জন করতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মাওলানা শহীদুল ইসলাম, সহকারি শিক্ষিকা রাবেয়া বেগম প্রমূখ।

একই রকম খবর

Leave a Comment