মো: রানা সরকার : “মানবতার কল্যানে নিবেদিত প্রান” এই শ্লোগানকে ধারনে চাঁদপুরস্থ স্বপ্নতরু সামাজিক সংগঠনের আয়োজনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহ্তলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের জে.এস.সি পরীক্ষার্থীদের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪অক্টোবর (রবিবার) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে চাঁদপুরস্থ স্বপ্নতরু সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। তাই স্বপ্নতরু সামাজিক সংগঠন শিক্ষা ও সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ সংগঠনের মাধ্যমে যুবকরা সমাজের কাজ করছে। শিক্ষার্থীদের মাঝে স্বপ্নতরু সামাজিক সংগঠনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ প্রদান এটি একটি মহৎ উদ্যোগ। আমরা আশা করি স্বপ্নতরু সামাজিক সংগঠনের মতো অন্যান্য সংগঠনও শিক্ষা বিস্তারে কাজ করবে। স্বপ্নতরু শুধু শিক্ষা বিস্তারেই কাজ করছেনা, মানবতার জন্যও কাজ করছে। তাই যারা এই সংগঠনের সাথে জড়িত থেকে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ বিদ্যালয়ের জেএসসি, এসএসসি পরীক্ষার ফলাফল ধারাবাহিকভাবে ভালো করে আসছে। আশা রাখি তোমরা আগামীতে এই প্রতিষ্ঠানের ফলাফল আরো ভালো করবে। তোমাদের বিগত সময়ের ফলাফল ধরে রাখতে হবে। ভালো ফলাফল অর্জন করতে হলে বাড়িতে পড়াশুনা করতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বিস্তারে ব্যাপক কাজ করছেন। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দীপু মনি আমাদের এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন করে উন্নয়নের ছোয়া লাগিয়েছেন। তাই বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য ডা. দীপু মনি মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির তালুকদার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি মেম্বার ফিরোজা বেগম, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফাহিমা জাহান, স্বপ্নতরু সংগঠনের আহŸায়ক মো: নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম-সম্পাদক কে.এম মোরশেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: কাউছার খান, কার্যকরী সদস্য শোহেব হোসাইন প্রমুখ ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, সহকারি শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি লাইব্রেরীয়ান মো: রবিউল আউয়াল খান, শরীরচর্চা শিক্ষিকা হালিমা আক্তার।
অনুষ্ঠানে জেএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।