মোঃ রানা সরকার : কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় গতকাল সোমবার প্রকাশিত ফলাফল অনুযায়ী চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সাফল্যজনক ফলাফল অর্জন করেছে ।
মোট ৭২জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ৭১ জন ছাত্র-ছাত্রী পাশ করেছে । পাশের হার ৯৮.৬১% । এর মধ্যে ত্র ১৬জন,ত্র- ৩২জন ,বি ১৭জন,সি ৩জন এবং জিপিত্র-৫ পেয়েছে ৩জন ।
জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীরা হলো মো: হারুন অর রশিদ, তার পিতার নাম: মো: আবু নসুদ, মাতার নাম: হালিমা আক্তার, গ্রাম: শাহতলী, পো: শাহতলী, উপজেলা: চাঁদপুর সদর, জেলা: চাঁদপুর, তার বোর্ড রোল নং-১৭৩৫৫০। সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হয়ে দেশের সেবা করতে চায়।
জিপিএ-৫ প্রাপ্ত আরেকজন হলো উর্মি জাহান তৃষা, তার পিতা নাম: মো: জাকির হোসেন, মাতার নাম: সীমা আক্তার, গ্রাম: শাহতলী, পো: শাহতলী, উপজেলা: চাঁদপুর সদর, জেলা: চাঁদপুর, তার বোর্ড রোল নং-১৭৩৫৪৫। সে ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহন করে একজন পুলিশ অফিসার হয়ে দেশের সেবা করতে চায়।
জিপিএ-৫ প্রাপ্ত আরেক পরীক্ষার্থী নাম: মাহবুবা সুলতানা, তার পিতার নাম: মো: মজিবুর রহমান, মাতার নাম: খোদেজা বেগম, গ্রাম: শাহতলী, পো: শাহতলী, উপজেলা: চাঁদপুর সদর, জেলা: চাঁদপুর, তার বোর্ড রোল নং-১৭৩৫৪৯। সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হয়ে দেশের সেবা করতে চায়।
এদিকে এই কৃতিত্বপুর্ন ফলাফলের জন্য তাদের প্রতি প্রনঢালা অভিনন্দন জানিয়েছেন শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এদিকে কৃতি শিক্ষার্থীরা এক প্রতিক্রিয়ায় জানান, এ সাফল্যজনক ফলাফল অর্জনের জন্য সে তার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক মন্ডলি ও তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যত উচ্চ শিক্ষা গ্রহন করে দেশ ও জাতির সেবা করতে চায়। এ জন্য তারা সকলের নিকট দোয়া প্রার্থী।