মোঃ রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ছেলে ধরা গুজবের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪জুলাই (বুধবার) সকাল ১১টায় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফাহিমা জাহান, সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম তালুকদার, সহকারি শিক্ষক মোঃ ফজলুল করিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি লাইব্রেরীয়ান মো: রবিউল আউয়াল খান।
অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির স্বামী বাংলাদেশ সুপ্রিম কোটের আইনজীবি ড. তৌফিক নেওয়াজের সুস্থতা কামনায় বিদ্যালয় মিলনায়তনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।