চাঁদপুর খবর রিপোর্ট ঃ কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সাফল্যজনক ফলাফল অর্জন করেছে । মোট ৭২জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ৭১ জন ছাত্র-ছাত্রী পাশ করেছে । পাশের হার ৯৮.৬১% । এর মধ্যে ত্র ১৬জন,ত্র- ৩২জন ,বি ১৭জন,সি ৩জন এবং জিপিত্র-৫ পেয়েছে ৩জন ।জিপিত্র-৫ প্রাপ্তরা হলেন, বিজ্বান বিভাগের মো:হারুন অর রশিদ,উমি জাহার তৃষা ও মাহবুবা সুলতানা ।
অভিনন্দন
শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী ও প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার ।
জিলানী চিশতী উবি পাশের হার ৯৮.৬১%:জিপিত্র পেয়েছে ৩জন
