জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ্মের মা’র কুলখানি সম্পন্ন

মো: রানা সরকার : চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের মা ৬নং মৈশাদী ইউনিয়নের মৈশাদী গ্রামের নিবাসী অজুফা বেগমের কুলখানি উপলক্ষে মিলাদ ও দোয়া  ১৭ মে (শুক্রবার) সন্ধ্যায় মরহুমার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মরহুমার স্বামী মো: ইউনুছ মিজি, মরহুমের ছোট ভাই বিএডিসির (অবসরপ্রাপ্ত) নির্বাহী প্রকোশলী মো: মোবারক হোসেন, মরহুমার বড় ছেলে শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী লোকমান হোসেন, মরহুমার মেঝ ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মো: মামুন-অর রশিদ, মরহুমার ছোট ছেলে ব্যবসায়ী মো: মাহফুজ-অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী লোকমান হোসেন, জিলানী চিশতী কলেজের জীববিজ্ঞান বিষয়ের প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারীসহ অন্যান্য মুসল্লিগণ।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মতলব ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা মো: জাকির হোসেন।

উল্লেখ্য, গত ১৩ মে (সোমবার) রাত ৩টা ১৫মিনিটে মরহুমা অজুফা বেগম মৈশাদী গ্রামস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল প্রায় ৭৫বছর। তিনি মৃত্যুকালে স্বামী, ৩ছেলে ও ৪মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

একই রকম খবর