মোঃ রানা সরকার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের ২০১৮-২০১৯শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ জুলাই) সকাল ১১টায় জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবি এর প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ ও কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মো: জহিরুল ইসলাসম খান মুরাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মো: শওকত ওসমান।
প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শওকত ওসমান তার বক্তব্যে বলেন পহেলা জুলাইতে নবীন বরণ অনুষ্ঠান হওয়াতে ছাত্র-ছাত্রীরা অনেক উপকৃত হয়েছে। এতে শিক্ষার্থীরা পড়া-লেখার অনেক সুযোগ পাবে। অতিতে অনেক পরে শ্রেনি কার্যক্রম শুরু হতো, কিন্তু বর্তমান সরকার সেটাকে সঠিক সময়ে নিয়ে এসেছে। মানুষ হিসেবে জন্মগ্রহন করেছি বলেই মানুষের জন্য কাজ করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা বাংলাদেশের নাগরিক হিসেবে দেশের জন্য কাজ করতে হবে। ছাত্র-ছাত্রীদের মূল লক্ষ্য হবে পড়ালেখা করা। দুই বছরের পড়া-লেখাই নির্ভর করবে তোমাদের পরবর্তী উচ্চ শিক্ষা অর্জন। শিক্ষকদের সম্মান করতে হবে। দেশ ও মানব জাতির জন্য কাজ করতে হবে।
জিলানী চিশতী কলেজের প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন পদক প্রাপ্ত চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা।
বিশেষ অতিথি জনপ্রশাসন পদক প্রাপ্ত চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা বক্তব্যে বলেন প্রতিভাকে সমাজের সামনে তুলে ধরলে নিজেকে বিকাশ করা যায়। সবাইকে ফুলের ন্যায় জবিনকে ফুষ্ফটিত করতে হবে। আমাদের চাঁদপুরে এমন অনেক ইউনিয়ন আছে যারা পড়তে চায়, কিন্তু চর-অঞ্চলের জন্য সুযোগ হয়নি। তোমরা অনেক ভাগ্যবান। তোমাদের কলেজ থেকে ঢাকা বিশ্ব-বিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে এটি তোমাদের গৌরব। এ প্রতিষ্ঠান নারী শিক্ষায় অনেক এগিয়ে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমাদের জ্ঞান অর্জনের জন্য অনেক পরিশ্রম করতে হবে। ছাত্র-ছাত্রীদের আচরনের পরিবর্তন করতে হবে। সমাজে ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা সকলে মিলে সমাজ পরিবর্তন করতে হবে। তোমরাই পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি তার বক্তব্যে বলেন এই কলেজ ১৯৭০সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি চাঁদপুর সদর উপজেলার প্রথম বেসরকারি কলেজ। এ কলেজটি প্রতিষ্ঠা করেছেন বিশিষ্ট শিক্ষাবিধ ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মরহুম এ টি আহমেদ হোসাইন রুশদী। এ কলেজের শিক্ষকরা অনেক দক্ষ ও মেধাবী। এখানে কোন শিক্ষক সংকট নেই। এই প্রতিষ্ঠানের লেখা-পড়ার মান অনেক ভালো। মাননীয় এমপি ডা: দীপু মনির সহযোগিতায় আমরা একটি চারতলা একাডেমীক ভবন পেয়েছি।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন কলেজের সুনাম অর্জন করার জন্য তোমাদের নিরলস পরিশ্রম করতে হবে। মেয়েদের পড়ালেখায় এই প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা পালন করে। ইভটিজিং হলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে। এই প্রতিষ্ঠানে সরকারের সকল কর্মসূচী যথাযথভাবে পালন করা হয়। এই কলেজের ফলাফল অত্যন্ত ভালো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন , কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ ।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. বিলাল হোসাইন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির তালুকদার, কলেজ গভর্নিং বডির সদস্য ও উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ,শাহতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মতিন তপদার ভূট্টু, কলেজের সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, মো: কামরুল হাসান, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো: জিয়াউর রহমান, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক ও কলেজ অভিভাবক মাও. আব্দুল হালিম গাজী ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মো: নুরুল বাতেন, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, ৪নং শাহমাহমুদপুর ইউপি সদস্য মো: সফিক কারী, বিশিষ্ট ব্যবসায়ী মো: নুরুজ্জামান মুন্সি, কলেজের শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, সহ: লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, কম্পিউটার অপারেটর মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান প্রমূখ।
অনুষ্ঠানে কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান সোহেল রুশদীর পিতা অ্যাডভোকেট মোঃ তাহের হোসেন রুশদীর অসুস্থতার জন্য দোয়া কামনা করা হয় ।
অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরন করেন জিলানী চিশতী কলেজ এর গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহল রুশদীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে একাদশ শ্রেনীর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: শওকত ওসমান, বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা ও কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
নবীন বরণ অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল (এম.এ) মাদরসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন।