জিলানী চিশতী কলেজ নিমার্ণতব্য একাডেমিক ভবন পরিদর্শণ

মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমামুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজ এর ৪তলা বিশিষ্ট নির্মানাধীন নতুন একাডেমিক ভবন পরিদর্শন করেন অর্থ মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক ও ঢাকাস্থ বিশিষ্ট শিল্পপতি ডক্টর কামরুজ্জামান কায়সারসহ সুধীজন।

গত ২০মার্চ দুপুরে পরিদর্শনে আসলে তাকে স্বাগত জানান, শাহতলী জিলানী চিশতী কলেজের গভনির্ং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদসহ অন্যান্যরা ।

এসময় সাথে ছিলেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির তালুকদার, ইঞ্জিনিয়ার মো: আমিনুল ইসলাম, হোটেল রেডিসন এর কর্মকর্তা মো: আবুল কালাম রুশদী, বিশিষ্ট ব্যবসায়ী মো: নুরুজ্জামান মুন্সি, ছাত্রনেতা মো: আবুল হাশেম রুশদী, অভিভাবক শহীদুর রহমান মুন্সি প্রমূখ ।

এসময় জিলানী চিশতী কলেজ ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, গভর্নিং বডির সদস্য, অভিভাবক সদস্য, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম খবর

Leave a Comment