জিলানী হাইস্কুলের প্রাক্তন ছাত্র কাব্বোর অকাল মৃত্যু

স্টাফ রিপোটার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাটওয়ারী বাড়ি নির্বাসী মোঃ আনোয়ার পাটওয়ারীর বড় ছেলে শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ আব্দুল আহাদ কাব্বো গতকাল ঢাকা সাভারে নিজ বাসায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজীউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছে প্রায় ১৭ বছর। তিনি মৃত্যুকালে মা, বাবা, ১ভাই ও ১বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

মরহুমের জানাযার নামাজ  ১ডিসেম্বর (রবিবার) রাত ৮টা ৩০ মিনিটের সময় পাটওয়ারী বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা গেছে মরহুম আব্দুল আহাদ কাব্য শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পাস করেন। পরে ঢাকায় পড়াশুনা করেন।

এদিকে মরহুম আব্দুল আহাদ কাব্বোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, ২৯ নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ।

একই রকম খবর