চাঁদপুরে কিন্ডারগার্টেন ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক সোমবার (২৭ আগস্ট) বিকেলে শহরের মিশন রোডস্থ রসুইঘর কমিউনিটি পার্টি হাউসে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি ও ইকরা মডেল একাডেমির প্রতিষ্ঠতা ও পরিচালক লায়ন মো. গোলাম হোসেন টিটো।

চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স অ্যাসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক ও বাগাদী ইকরা আদর্শ কেজি স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রভাষক পীরজাদা মাওলানা মুহাম্মাদ মাহফুজ উল্যাহ খান ইউসুফীর পরিচালনায় বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি শেখ মো. হারুনুর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল করিম বাসেত, বর্তমান সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, মোহাম্মদ উল্যাহ।

স্বাগত বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স অ্যাসোসিয়েশনের পরীক্ষা সচিব মো. জাহিদুর রহমান জহির।

শুরুতে নবাগত কমিটির সদস্যবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। উক্ত অভিষেক অনুষ্ঠানে চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ২০১৮ সনের আহবায়ক কমিটি গঠন করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাছতলা খাজা এনায়েত উল্যাহ একাডেমির পরিচালক পীরজাদা খাজা মো. জোবায়ের।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাও. আবদুল মালেক, মাও. আবু হানিফ, মো. কামরুল ইসলাম ভ‚ঁইয়া, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল আহমেদ, কোষাধক্ষ্য মোহাম্মদ উল্যাহ, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, মো. হান্নান, বাবুল চন্দ্র দে, শিক্ষা সম্পাদক গিয়াস উদ্দিন, মো, আব্দুল্লা, ক্রিড়া সম্পাদক, ইকবাল হোসেন, সহ-ক্রিড়া সঞ্জয় কুমার দে, সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ- সাংস্কৃতিক ডা. মো. তোফায়েল আহমেদ, মহিলা সম্পাদিকা নাহিদা সুলতানা, প্রচার সম্পাদক ওমর ফারুক সুমন।

একই রকম খবর

Leave a Comment