চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর জেলা পরিবেশক ব্যাবসায়ী সমিতির উদ্যেগে প্রতি বছরের ন্যায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ মে সোমবার শহরের নিউ মার্কেটের দ্বিতীয় তলায় লায়ন্স ক্লাবে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সহকারী কমিশনার নূরের জামান।

চাঁদপুর জেলা পরিবেশক ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ কাজী মাহাবুবুল হকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক লায়ন্স মোঃ জামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সহ সভাপতি তমাল ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী রোটাঃ জামাল হোসেন, ইউসিবি ব্যাংক চাঁদপুর শাখার ম্যানেজার আক্তার হোসেন, রাজস্ব কর্মকতা মোঃ শাহ জাহান,ফেরদৌস ওয়াহিদ, চাঁদপুর জেলা পরিবেশক ব্যাবসায়ী সমিতির সহ সভাপতি আলমগীর হোসেন জুয়েল, নজরুল ইসলাম প্রমুখ।

ইফতার মাহফিলের পূর্বে সংগঠনের অগ্রগতি ও উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব কাজী মাহাবুবুল হক।

একই রকম খবর

Leave a Comment