চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী ।
গতকাল ১২ সেপ্টেম্বর চাঁদপুর জেলা পরিষদের স্বশরীরে গিয়ে লিখিতভাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিবের বরাবর তিনি এই পদত্যাপপত্র প্রেরন করেন ।
বিষয়টি গতকাল ১২ সেপ্টেম্বর দুপুরে দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন জেলা পরিষদের সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো:ইকবাল হোসেন ।
তিনি জানান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী মহোদয় ।পদত্যাগপত্র গতকালই সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে । পদত্যাগ পত্রে তিনি আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কারনে এই পদ থেকে পদত্যাগ করেন বলে জানান ।
এ ছাড়াও গতকাল ১২সেপ্টেম্বর (সোমবার) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার উপ সচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদত্যাগ পত্রের এ তথ্য নিশ্চিত করেন ।
একই প্রজ্ঞাপনে দেশের ২৭টি জেলা পরিষদের প্রশাসকদের প্রশাসক পদ থেকে পদত্যাগ গ্রহন করে সবাইকে অব্যাহতি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১২সেপ্টেম্বর (সোমবার) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী পদত্যাগ পত্র দাখিল করেন।
তার পদত্যাগ সূত্রে জানা যায়, তিনি আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য এ পদত্যাগ পত্র দাখিল করেন।