স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে ফের শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। এ জন্য দেশপ্রেমিক সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভ‚মিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, দেশের প্রতিটি গ্রাম, ওয়ার্ড, মহল্লা এই উন্নয়নের আওতায় চলে এসেছে। তবে বিশাল এই উন্নয়নের কথা সব মানুষ জানছে না। তাই নির্বাচন সামনে রেখে আমাদের সকল জনপ্রতিনিধির দায়িত্ব হলো সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সর্বস্তরের জনগণকে জানানো।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সভা পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-২ মো. জসিম, প্যানেল চেয়ারম্যান-৩ রওনক আরা রত্না, সদস্য যথাক্রমে মো. মিনহাজ উদ্দিন খান, মো. আল-আমিন ফরাজী, মো. নুরুল ইসলাম পাটওয়ারী, মো. মুকবুল হোসেন মিয়াজী, এস এম আল মামুন সুমন, মো. মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, রফিক আহমেদ তালুকদার, মোহাম্মদ বিল্লাল হোসেন, মো. তুহিন খান, মো. জোবায়ের হোসেন, মো. সালাউদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য ইয়াসমিন, খোদেজা রহমান, জোবেদা বেগম খুশি, জান্নাতুল ফেরদৌস। এছাড়া সহকারী প্রকৌশলী আবদুল হালিম, উপ-সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, হিসাবরক্ষক মো. ইকবাল হোসেনসহ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।