চাঁদপুর জেলা পরিষদের মাসিক সভা

প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, জেলার সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের সহযোগিতা নিয়ে জেলাবাসীর অধিকতর সেবা নিশ্চিত করতে চাই আমরা। জেলা পরিষদ একটি সেবাধর্মী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। তৃণমূল পর্যায়ে সরকারি সেবা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পসমূহের কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। একটি কাজের মাধ্যমে যাতে অধিক সংখ্যক মানুষকে সেবা দেয়া যায় সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। তাছাড়া জেলা পরিষদের সম্পদ সংরক্ষণ এবং আয় বৃদ্ধি করে সেবা বৃদ্ধির প্রচেষ্টা চালাচ্ছি আমরা।

বুধবার দুপুরে চাঁদপুর জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সভা পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য যথাক্রমে মো. জাহাঙ্গীর আলম, মো. মিনহাজ, মো. আল-আমিন ফরাজী, নুরুল ইসলাম পাটওয়ারী, মুকবুল মিয়াজী, এস এম সুমন, সাইফুল ইসলাম রিপন, মো. তুহিন, বিল্লাল হোসেন, মো. জোবায়ের, মহিলা সদস্য রত্না, খোদেজা রহমান, জোবেদা বেগম খুশি, ইয়াছমিন, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

এছাড়া সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, হিসাবরক্ষক মো. ইকবাল হোসেন, সার্ভেয়ার নাছির উদ্দিনসহ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

একই রকম খবর

Leave a Comment