প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের মাধ্যমে জেলা পরিষদ কর্তৃক সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক জাতীয় পতাকা বিতরণ করা হচ্ছে।
সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পতাকা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থেকে পতাকা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে এবং চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন সম্পর্কে ধারণা প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল ইসলাম। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন।
জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী তার বক্তব্যে বলেন, এ বছর জাতীয় শোক দিবসকে ঘিরে জেলা পরিষদের উদ্যোগে চাঁদপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা দেওয়ার অঙ্গীকার করি। তার আলোকে ৫ শতাধিক পতাকা তৈরী করে বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এ বছর সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পকাতা দেওয়া সম্ভব না হলেও আগামীতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা প্রদান করা হবে।
তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতা সম্পর্কে জানাতে হবে। জাতির পিতার সত্যিকারের সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে হলে প্রত্যেকে মিলেমিশে কাজ করতে হবে। তিনি আরো বলেন, লাল-সবুজের পতাকা আমাদের অহংকার, এগিয়ে যাওয়ার প্রেরণা। এই পতাকা আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান বলেন, জাতীয় শোক দিবসের কর্মসূচিতে চাঁদপুরে জাতীয় পতাকা বিতরণ এটি একটি নতুন উদ্যোগ। এর আগে আর এভাবে জাতীয় পতাকা বিতরণ করা হয়নি। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস পালনের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করবে। শিক্ষকগণ শিক্ষার্থীদের জাতীয় পতাকা সম্পর্কে জানাতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা আক্তার, বিষ্ণুদী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ জসিম উদ্দিন, ওসমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. তাজুল ইসলাম, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।