চাঁদপুর খবর রিপোর্ট : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পেলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ গাজী।
গতকাল ঢাকায় অনুষ্ঠিত স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে ইউসুফ গাজীকে এ মনোনয়ন দেন। বিকেলে গণভবনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য ফরম জমা দিয়েছেন, সবচেয়ে হেভিওয়েট প্রার্থী মোঃ ইউসুফ গাজী। এ নিয়ে গতকাল দৈনিক চাঁদপুর খবর সাক্ষাতকারসহ তাঁর বিস্তারিত তুলে ধরা হয়। অবশেষে সবচেয়ে হেভিওয়েট প্রার্থী হিসেবে উল্লেখকরা চাঁদপুর খবর- তথ্য সঠিক হলো।
উল্লেখ্য, চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে রাজনৈতিক ক্যারিয়ারে এ প্রার্থীর সাফল্য সবচেয়ে বেশি। তিনি ইতোমধ্যে স্থানীয় সরকারের দুইটি প্রতিষ্ঠানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি ২০০১ সালের সংসদ নির্বাচনে চাঁদপুর সদর- হাইমচর আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন। তিনি চাঁদপুর পৌরসভার সফল চেয়ারম্যান ছিলেন।
ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদেরও চেয়ারম্যান। তিনি বর্তমানে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে তিনি জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তখন তাঁর নেতৃত্বে যুবলীগ হয়েছিল চাঁদপুর জেলায় সুসংগঠিত।
একজন অনলবর্ষী বক্তা হিসেবে যার খ্যাতি রয়েছে সর্বত্র। বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা তাঁকে একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তি হিসেবে চিনেন ও জানেন। তাই তো তাঁকে ২০০১ সালে চাঁদপুর-৪ সদর আসন থেকে নৌকা মার্কার দলীয় মনোনয়ন দেন।
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সবচেয়ে হেভিওয়েট প্রার্থী ইউসুফ গাজী। রাজনৈতিক, একাধিকবার সফল জনপ্রতিনিধি, নেতৃত্ব , দেশ মাতৃকায় ইতিহাস, ঐতিহ্য ধারণ ও লালন,তুখোড়বক্তা, শিক্ষাগত যোগ্যতাসহ সব দিক মিলিয়ে তিনি এগিয়ে আছেন।
তিনি দলীয় মনোনয়ন পাওয়ার খবরে চাঁদপুরে নেতাকর্মীদের মধ্যে আনন্দ,উল্লাস ও ফেসইবুকে অভিনন্দন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।