চাঁদপুরে জেলা প্রশাসক বরাবর বিএনপির স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং মামলা প্রতাহারসহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে চাঁদপুর জেলা বিএনপি।

৩ অক্টোবর বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের কাছে এই স্মারকলিপি তুলে দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিমসহ নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়েছে, বর্তমান ভোট বিহীন সরকার প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করে বাংলাদেশের বৃহত্তর জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারর্সন আপোষহীন দেশনেত্রী সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকারতারেক রহমানসহ লাখো লাখো নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা গায়েবী মামলা দায়ের করে অন্যায় ভাবে জেলে নিক্ষেপ করেছেন।

শত শত নেতা-কর্মী গুম করেছে। বাক ব্যক্তির স্বাধীনতা অহরণ করে গণতন্ত্রকে অবরুদ্ধ করে ফেলেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে জনগণের জীবনে নাভিশ্বাস সৃষ্টি করেছেন। বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের টাকা চুরি করে বিদেশে পাচার করেছেন। সরকার দলের লোকদের দূর্নীতিতে দেশ নিমজ্জিত হচ্ছে।

স্মারকলিপিতে আরো উল্লেখ করেন, বিরোধী দলকে মিছিল মিটিং করতে দেয়া হচ্ছে না। গত ১০ বছরে চাঁদপুর জেলা বিএনপির সরকার বিরোধী শান্তিপূর্ণ কর্মসূচী পালনকালে পুলিম পাখিরমতো গুলি করে ২৩জন নেতা-কর্মীকে হত্যা করেছে। চাঁদপুর জেলা বিএনপির নেতা-কর্মীদের নামে ২০০ মিথ্যা মামলা দায়ের করে হাজার হাজার নেতা-কর্মীকে আসামী করে কারান্তরালে নিক্ষিপ্ত করে নির্যাতন করেছে। এমতাবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য অংশগ্রহণ মূলক করার জন্য দেশবাসীর দাবী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফছিল ঘোষণার পূর্বেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে। তার বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বর্তমান জাতীয় সংসদ বাতিল করতে হবে। বর্তমান সরকারের পদত্যাগ করে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান তল্পিবাহক নির্বাচন কমিশন পূর্ণঃগঠন করে তথাকথিত ইভিএম বাতিল করতে হবে। প্রত্যেক ভোট কেন্দ্রে ম্যাজিষ্ট্র্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনী নিয়োগ দিতে হবে।

নির্বাচনে স্বচ্ছতার জন্য কোন বিধি নিষেধ আরোপ ছাড়া দেশী বিদেশী পর্যবেক্ষক নিয়োগ দিতে হবে। দেশেক সক রাজবন্দীদের মুক্তি, সাজা বাতিলসহ সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কোটা সংস্কার আন্দোলনে ও নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ডিজিটাল আইন বাকিলন বরতে হবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাহাবুব আনোয়ার বাবলু, দেওয়ান মো. সফিকুজ্জামান, সেলিমুছ সালাম, ফেরদৌস আলম বাবু, অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, সাধারন সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, সাবেক পিপি অ্যাড. কামরুল ইসলাম, জেলা আইনজীবি ফোরামের সভাপতি অ্যাড. কামাল উদ্দিন আহম্মেদ, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন চান্দু, সাধারন সম্পাদক নূরুল আমিন খান আকাশ, সাংগঠানক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা যুবদলের আহŸায়ক আক্তার হোসেন সাগর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

একই রকম খবর

Leave a Comment