স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল ৩ মে রোববার ১৮ রমজান চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও ইফতার পূর্বক আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে শুভেচ্ছা জানান চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি, ফরিদগঞ্জ-৪ আসনের এমপি ড. মোহাম্মদ শামসুল হক ভূইয়া, জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খান, পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি শিক্ষা ) মোঃ মঈনুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোহাম্মদ শওকত ওসমান,জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ,চাঁদপুর সদর ইউএনও কানিজ ফাতেমা ,চাঁদপুর চেম্বারের সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম,সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়,সহসভাপতি তমাল কুমার ঘোষ,স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর আইনজীবি সমিতির সভাপতি অ্যাডঃ আব্দুল লতিফ শেখ,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন ,সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সভাপতি কাজী শাহাদাত,গোলাম কিবরিয়া জীবন,শাহ মোহাম্মদ মাকসুদুল আলম,শহীদ পাটওয়ারী,বি এম হান্নান,শরীফ চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক মির্জা জাকির,সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আহছানুজ্জামান মন্টু, গিয়াসউদ্দিন মিলন, রহিম বাদশা,সোহেল রুশদী ,জি এম শাহীনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা বিভিন্ন রাজনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী, কমিউনিটি পুলিশিং কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মোশারফ হোসেন।