মুহা. সাজ্জাদ হোসেন মতলব উত্তর : দুর্যোগ ব্যব¯ঙ’াপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় এলেই দেশে উন্নয়ন হয়। শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে বঙ্গবন্দুর সোনার বাংলা রুপান্তর করছে। তাই জনগন উন্নয়নের কথা চিন্তা করে আবারও নৌকায় ভোট দিবে। ’৭৫ এর ১৫ আগস্ট ও ৩ নভেম্বরে জাতীয় ৪ নেতা খুনিচক্র কিংবা তাদের দোসররা এখনও সক্রিয় রয়েছে তাই এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সামনে নির্বাচন তাই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ন। কোনো কারণে দুষ্টচক্র ক্ষমতায় আসলে দেশে আবার অন্ধকার নেমে আসবে। তাই কোন কারনে স্বাধীনতা বিরোধীকারীদের ক্ষমতায় আসতে দেওয়া হবেনা।
জেল হত্যা দিবস উপলক্ষে রবিবার বিকালে মতলব দক্ষিন উপজেলার মতলব সরকারী ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মতলবের মানুষেরে ভাগ্য উন্নয়নের জন্য শত শত মাইল রাস্তা পাকা করেছি, ব্রীজ-কালর্ভাট করেছি। আমি কথা দিলাম আগামীতে ক্ষমতায় এলে মতলবের সকল উন্নয়ন কাজ শেষ করবো এবং মতলবকে মিনি সিংঙ্গাপুরে পরিনত করবো।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি কেএইচএম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বিএইচ কবির আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, মন্ত্রীপুত্র কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী, মতলব উত্তর-দক্ষিন উপজেলা মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা পারভীন চৌধুরী রিনা ও সুর্বণা চৌধুরী বিনা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আশফাক চৌধুরী মাহি, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের আহবায়ক জহির সরকার, ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট শাহ আলম, সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র দাস প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এমএ কুদ্দুস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম ইমন, মতলব উত্তর ইউপি চেয়ারম্যান কল্যান সমিতির সভাপতি হাজী সামসুল হক চৌধুরী বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধাম কমান্ডের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, আ’লীগ নেতা বোরহান চৌধুরী, কাজী মিজান, যুবলীগ সভাপতি দেওয়ান জহির, সাধারন সম্পাদক কাজী শরীফ, ছাত্রলীগের যুগ্ন আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন,