উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির পুরাতন দ্বিতল ভবনের টেন্ডার সম্পন্ন

মো: রানা সরকার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতল পুরাতন ভবন বিক্রির টেন্ডার গতাকাল ৭মে (মঙ্গলবার) দুপুড় ১২টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: মোশারফ হোসেন তালুকদারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মনির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এ সময় তিনি বলেন, এ বিদ্যালয়ে একটি নতুন ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন হবে। এজন্য জরাজীর্ন পুরাতন দ্বিতল ভবনটি টেন্ডারের মাধ্যমে বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে। তাই যেই ভবনটি টেন্ডারে পায় তিনি যাতে অতি দ্রæত অপসারন করতে হবে। এই প্রতিষ্ঠান আমাদের সকলের । তাই সকলের সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা সকলের সহযোগিতা চাই।

প্রকাশ্যে ম্যানেজিং কমিটি ,চাঁদপুর মডেল থানান পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে টেন্ডার বাক্স থেকে দরপত্র ফরমসহ ১০% ব্যাংক ডাফট খোলা হয় । এর মধ্যে সবোর্চ্চ দরদাতা মোট মূল্য ১লাখ ৩০ হাজার টাকা দামে পুরাতন দ্বিতল ভবনটি সবার উপস্থিতিতে ও সর্বসম্মতি মতে স্থানীয় মো: রুবেল কারী, পিতা: মো: বারেক কারী, গ্রাম: শাহতলী, পো: শাহতলী, উপজেলা: চাঁদপুর সদর, জেলা: চাঁদপুর এর বরাবর প্রদান করা হয়েছে ।

দ্বিতীয় দরপত্র দাতা হচ্ছে মো: মজিবুর রহমান মজু , তার দরপত্রের মোট মূল্য হচ্ছে ১,১২,০০০/-(এক লক্ষ বার হাজার টাকা মাত্র)। তৃতীয় দরপত্র দাতা হচ্ছে মো: রিপন মিজি, তার দরপত্রের মোট মূল্য ৮০,০০০/-(আশি হাজার টাকা মাত্র)।

তাই ম্যানেজিং কমিটি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মতামতের ভিত্তিতে সর্ব্বোচ দরদাতা হিসেবে মো: রুবেল কারী, পিতা: মো: বারেক কারী, গ্রাম: শাহতলী, পো: শাহতলী, উপজেলা: চাঁদপুর সদর, জেলা: চাঁদপুর এর কাছে ভবন বিক্রির সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য বিদ্যালয়ের প্রাপ্ত তথ্যমতে মোট ১২জন বিদ্যালয়ের পুরাতন ভবন ক্রয়ের জন্য দরপত্রের ফরম সংগ্রহ করে। এর মধ্যে মোট ৬জন দরপত্র ফরম জমা দেয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর মডেল থানার এসআই মো:কামাল হোসেন ,বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, সহকারি শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, সহকারি শিক্ষিকা রুবিনা আক্তার, সহকারি শিক্ষিকা মেহেরুন নেছা, সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সফিক কারী,বিশিষ্ট সমাজসেবক ও অভিভাবক মো:নুরুল হক মুন্সি , অভিভাবক মাওলানা আব্দুল হালিম গাজী, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো: শাহজাহান খান, দরপত্র দাতা প্রাক্তন ইউপি মেম্বার মো: বিল্লাল হোসেন খান, স্থানীয়  আ’লীগের নেতা আবুল কাসেম কারী , ছাত্রদলের নেতা শওকত কারী ,মো:মিলন কারী।

একই রকম খবর

Leave a Comment