স্টাফ রিপোর্টার : চাঁদপুর লঞ্চ টার্মিনালে টিকিট জালিয়াতির অপরাধে দায়িত্বরত বিআইডব্লিউটিএ’র দুই কর্মকর্তা-কর্মচারীকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটে সাধারণ যাত্রীদের কাছে হাতেনাতে ধরা পড়ার পর তাদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয়রা জানান, বিআইডব্লিউটিএ’র টিসি জহির উদ্দিন চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটে যাত্রীদের টিকিট কাউন্টারে টিকেট চেক করেন। এ কাজে তাকে সহযোগিতা করেন টিজি জাকির হোসেন। কিন্তু জহিরের যোগসাজসে যাত্রীদের কাছে পাঁচ টাকা ম‚ল্যের বিক্রিত টিকিট ছিঁড়ে না ফেলে জাকির নিজের কাছে কয়েকশ’ টিকিট গচ্ছিত রাখেন।
স্থানীয় জনতা জাকির হোসেনকে ধরে চ্যালেঞ্জ করলে তার পকেট থেকে প্রায় কয়েকশ’ বিক্রিত টিকিট উদ্ধার করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবদুলল্লাহ আল মাহমুদ জামানের কাছে নিয়ে যায়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জহির উদ্দিনকে পাঁচ হাজার টাকা ও জাকির হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করেন।
চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার বলেন, ‘কাউন্টার থেকে ঘাটে প্রবেশ করতে যাত্রীরা যে টিকিট কেনেন তা চেক করে ছিঁড়ে ফেলার কথা। কিন্তু তা না করে সেগুলো রেখে দিয়ে আবারও যাত্রীদের কাছে বিক্রি করা হচ্ছিল। এ কারণে প্রতারণার অপরাধে তাদের দুজনকে অর্থদন্ড করা হয়।’