শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : শাহরাস্তি উপজেলার ওয়ারুকে চাঁদপুরগামী ডেম্যু ট্রেনের নিচে কাটা পড়ে শামসুন্নাহার বেগম (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সময় ওয়ারুক স্টেশনের কাছে রাড়া নামকস্থানে এ র্দূঘটনাটি ঘটে।

খবর পেয়ে চাঁদপুর রেওয়ে থানার এএসআই রাশেদ সঙ্গিয় ফোর্স দূর্ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত শামসুন্নাহার হাজীগঞ্জ টঙ্গিরপাড় গ্রামের প্রবাসি শাহআলম পাটওয়ারীর স্ত্রী। মহিলার ২ ছেলে ১ মেয়ে রয়েছে।

চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সারওয়ার আলম জানান, মেয়ের শ্বশুড় বাড়ি সাত্রা থেকে নিজের বাড়ি যাবার জন্য রেললাইনের উপর দিয়ে হাটতে ছিল। ধারনা করা হচ্ছে মোবাইলে কথা বলার সময় হঠাৎ ট্রেন এসে গেলে তাতে কাটা পড়ে। মহিলার হাত কাটা পড়েছে এবং মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হওয়ায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

একই রকম খবর

Leave a Comment