স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বিষ্ণুদী ব্যাংক কলোনি এলাকায় কমিউিনিটি পুলিশিং অঞ্চল প্রধান ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের শিরিন মহল ডাকাতি ঘটনায় অজ্ঞাত নামা ৭জনকে আসামী করে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে ।
এ ঘটনায় ওই এলাকায় ডিউটিরত কমিউনিটি পুলিশের টহল পুলিশ জিলন গাজী ও আবু তাহের নামে ২জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ।
তবে তাদের কাছ থেকে কোন তথ্য পাওয়া গেছে কিনা এ রিপোট লেখা পর্যন্ত জানা যায়নি । পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে বলে দৈনিক চাঁদপুর খবরকে সোমবার (২৮ আগষ্ট) রাতে নিশ্চিত করেছে মডেল থানার ওসি ওয়ালি উল্লাহ ওলি । তিনি আরো জানান মামলাটি তদন্ত করছে শহর পুলিশ ফাঁড়ির ওসি সিরাজুল মোস্তফা ।
এ দিকে শহরে আলোচিত এ ডাকাতির ঘটনায় শহরের সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে ,প্রশ্ন দেখা দিয়েছে নিরাপত্তার। প্রশ্ন উঠেছে চাঁদপুর শহর পুলিশ ফাঁড়ি ও কমিউনিটি পুলিশের ভূমিকা নিয়ে । প্রশ্ন উঠেছে শহর পুলিশ ফাঁড়ি দায়িত্ব নিয়ে । শহর পুলিশ ফাঁড়ির কাজকর্ম দীর্ঘদিন যাবত স্থগিত হয়ে আছে ।
শহর পুলিশ ফাঁড়ির তেমন কোন অভিযানও লক্ষ্য করা যায়নি । সেখানে একজন ওসি পদমর্যাদায় অফিসার থাকলে তার কোন ভূমিকা চোখে পড়ে না ।
অপরদিকে চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং এর অঞ্চল কমিটি বাড়লেও টহল পুলিশের সংখ্যা বাড়েনি । কমিটিতে দীর্ঘদিন যাবৎ একেই ব্যক্তি কমিউনিটি পুলিশের পদ আকঁড়ে আছেন । কমিটি ঢেলে সাজানোরও দাবী উঠেছে ।
প্রশ্ন উঠেছে যেখানে কমিউিনিটি পুলিশিং অঞ্চল প্রধানের নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় । বিষয়টি চাঁদপুরের নবাগত পুলিশ সুপার জিহাদুল কবিরের সু-দৃষ্টি কামনা করেছেন শহরের সচেতন নাগরিকগণ ।
উল্লেখ্য সোমবার (২৭ আগস্ট) ভোররাতে শহরের বিষ্ণুদী ব্যাংক কলোনি এলাকায় কমিউিনিটি পুলিশিং অঞ্চল প্রধান ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের শিরিন মহলে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটে ।
ঘটনার শিকার পরিবারের সদস্যরা জানান, মুখোশধারী একাধিক ব্যক্তি ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা ঘরে ঢুকেই প্রথমে অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের বড় ছেলে, একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাওন খান, অধ্যাপক মোহাম্মদ খান এবং তাঁর স্ত্রীর হাত-পা বেঁধে ফেলে। অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে চাবি নিয়ে আলমারিতে রক্ষিত ৮০ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোন সেট, সোনার গহনাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
প্রায় ৩০ মিনিট ধরে এমন অভিযান চালিয়ে নির্বিঘেœন চলে যায় ডাকাতদল। পরে অধ্যাপক খান ও তাঁর পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে।
এদিকে, এই ডাকাতির খবর পেয়ে ২৭ আগষ্ট জেলা পুলিশ সুপার জিহাদুল কবিরসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় কমিউিনিটি পুলিশিং অঞ্চল-৬ এর টহল সদস্য জিলান গাজী এবং আবু তাহের নামের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে।
ঘটনা সম্পর্কে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির জানান, নিছক চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসায় ঢুকলেও পরিস্থিতির আলোকে ঘটনাটি ডাকাতিতে পরিণত হয়েছে। তবে ঘটনায় যারাই জড়িত দ্রæত তাদেরকে খুঁজে বের করা হবে।
জাতীয় অধ্যাপক চিত্রশিল্পী হাসেম খানের ছোটভাই অধ্যাপক মোহাম্মদ হোসেন খান চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান। তিনি চাঁদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন এবং কমিউনিটি পুলিশ অঞ্চল-৬ এর সভাপতি। তাঁর স্ত্রী শিরিন আক্তারও গণমাধ্যমকর্মী এবং শিক্ষক।