স্টাফ রির্পোটার : চাঁদপুর -৩ আসনের সাংসদ মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনির উদ্যোগে চাঁদপুরে কমিউনিটি পুলিশিং সদস্যদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করা হয়েছে।
৩ জুন হাজী মহসিন রোডস্থ চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং এর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এই ঈদ বস্ত্র বিতরন করেন চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।
এসময় তিনি বলেন,ঈদ প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল সূখ সমৃদ্ধি।সমাজে যারা বৃত্তবান রয়েছে তাদের দায়িত্ব এই সময়ে অসহায়দের পাশে দাঁড়ানো।তাহলেই সমাজে যে অসামঞ্জস্যতা রয়েছে তা অনেকটাই কেটে যাবে।আজকে কমিউনিটি পুলিশিং সদস্যদের ঈদ বস্ত্র দেওয়ায় আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি।
চাঁদপুর মডেল থানার ওসি ( তদন্ত) হারুনূর রশিদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী,চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন, মডেল থানার ওসি তদন্ত মো:হারুনুর রশিদ, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক সূফি খায়রুল আলম খোকন, চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন আমিনূর রহমান বাবুল, শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু, পৌর কমিউনিটি পুলিশিং সভাপতি শেখ আনোয়ার হোসেন বাবুল, সহ সভাপতি রোটাঃ জামাল হোসেনসহ কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ।