স্টাফ রিপোর্টার : চাঁদপুর-৩ নির্বাচনী আসনের আওয়ামীলীগের মনোনিত নৌকা মার্কার প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেন, একজন শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই দেশের সকল ক্ষেত্রে আজ উন্নয়নের জোয়ার বইছে। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। এজন্য দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, নৌকায় ভোট দিলে শেখ হাসিনা এগিয়ে যায় আর শেখ হাসিনা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যায়। ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক, শেখ হাসিনার বিজয় ঠেকানো যাবে না। কারণ এ দেশের সাধারন মানুষ শেখ হাসিনাকেই আবারো ক্ষমতায় দেখতে চায়। তারা আগুন-সন্ত্রাস, এতিমের টাকা আত্বসাতকারী লুটেরা এই বিএনপি-জামায়াতকে ক্ষমতায় আর দেখতে চায় না।
দেশের মানুষ বর্তমানে খেয়ে পরে শান্তিতে আছে, তারা আর বিএনপি-জামায়াতের সেই অশান্তির পথে হাটতে চায় না। তাই সকলে শান্তির প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানিয়ে এই দেশের অগ্রগতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। গতকাল ১০ ডিসেম্বর সোমবার সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা রির্টর্নিং অফিসারের কার্যালয় থেকে নৌকা প্রতিক বরাদ্ধ পেয়ে উপস্থিত নেতাকর্মী সমর্থকদের উদ্যেশ্যে উপরোক্ত কথা গুলো বলেন। সোমবার ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিক বরাদ্ধের দিন। তিনি সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে নৌকা প্রতিক গ্রহন করেন।
এ সময় রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিচে অপেক্ষমান হাজার হাজার নেতা কর্মী ও সাধারন মানুষ নৌকা মার্কার শ্লোগানে-শ্লোগানে মুখরিত করে রাখে। সেখান থেকে নেতা কর্মীদের সাথে নিয়ে মিছিল সহকারে চাঁদপুর শহর প্রদক্ষিন করে নতুন বাজার কদমতলা এলাকার নিজ বাসভবনের সামনে এসে উপস্থিত সকলের উদ্যেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডাঃ দীপু মনি। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ, সাধারন সম্পাদক আবু নইম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী (এসডু), সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ানসহ জেলা আওয়ামীলী, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও এর অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।