স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়াম মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি।
মেলায় এলজিইডি’র স্টল পরিদর্শনকালে ডাঃ দীপু মনি এমপি’কে ফুলেল শুভেচ্ছা জানান এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জিএম মজিবুর রহমান ।
এ সময় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তাজুুল ইসলাম, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমাসহ সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক ও বিভিন্ন পেশা শ্রেনীর নেতৃবৃন্দ।