হাইমচরে ডা. দীপু মনি এমপির পূজা মন্ডপ পরিদর্শন

মো. ইসমাইল হাইমচর থেকে :  মঙ্গলবার বিকেল ৪টায় হাইমচরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের লোকদের মাঝে বস্ত্র বিতরন করেছেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি এমপি।

পরিদর্শন কালে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলেই প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীন ভাবে ধর্মীয় উৎসব পালন করে আসছে। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য যে ভাবে দূর্গা আবির্ভাব হয়েছে তেমনি এ বাংলাদেশ থেকে উন্নয়ন বিরোধী অশুভ শক্তিকে বিতারিত করার জন্য শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। অশুভ চক্রটি সরকারকে বেকায়দারা পালানোর লক্ষে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রকারিরা ২১ আগষ্ট গ্রেনেড হামলার মত নারকীয় তান্ডব লিলা চালিয়েছিল। তাদেরও বিচার করা হয়েছে। আগামী দিনেও সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনা সরকার দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে গতিশীল করতে আসন্ন নির্বাচনে নৌকা মার্কাকে ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাওটয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম কবির, সেলিনা আক্তার সেফালি, উপজেলা নির্বাহি অফিসার সমর কান্তি বসাক, হাইমচর থানা ওসি তদন্ত মো. আলমগীর হোসেন, জেলা আ’লীগ সহসভাপতি মন্টু পাটওয়ারী, জেলা যুবলীগ যুগ্ন আহবায়ক মাহফজুর রহমান টুটুল, পুরান বাজার ডিগ্রী কলেজ অধ্যক্ষ রতন মজুমদার, উপজেলা আ’লীগ সহসভাপতি হুমায়ুন প্রধানিয়া, হুমায়ুন পাটওয়ারী, এমএ বাশার, উপজেলা যুবলীগ আহবায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী প্রমুখ।

একই রকম খবর

Leave a Comment