ডা. দীপু মনি এমপির হস্তক্ষেপে হামানকর্দ্দী-শাহতলী সংযোগ সড়ক সংস্কার

স্টাফ রিপোর্টার : চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি এমপির নির্দেশে ও মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিকের সার্বিক সহযোগিতায় অবশেষে মৈশাদী-হামানকর্দ্দী-শাহতলী সংযোগ সড়ক সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।

এদিকে গত বুধবার (১৩ জুন) দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় “মৈশাদী-হামানকর্দ্দী-শাহতলী সংযোগ সড়ক চরম দূর্ভোগে” শীর্ষ শিরনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পরে স্থানীয় সংসদ ডা. দীপু মনি এমপি’র নজরে আসলে তিনি মৈশাদী ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি তারেক খানকে অবহিত করনে।

পরে মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিকের আর্থিক সহযোগিতায় রাস্তা সংস্কার কাজ সম্পন্ন করা হয়।

এ বিষয়ে মৈশাদী ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি তারেক খান দৈনিক চাঁদপুর খবরকে জানান, মৈশাদী বাজার থেকে শাহতলী যাওয়ার প্রধান সড়কটি চলাচলে অযোগ্য হয়ে পরে। সড়কটির একটি ছবি উঠিয়ে সোস্যাল মিডিয়া ফেসবুক ওয়াল্ডে পোস্ট করা হয় এবং এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ডা. দীপু মনি এমপির নজরে আসে।

তিনি আরো জানান, ডা. দীপু মনি এমপির নির্দেশে চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক সড়ক সংস্কার কাজ সম্পন্ন করা হয়।

একই রকম খবর

Leave a Comment