ডা: সৈয়দ আহমেদ কাজলের শোক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ আনোয়ারুল আজিম (৫৫) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সৈয়দ আহমেদ কাজল।

এসময় তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের আত্মার রুহের মাগফেরাত কামনা করেন। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ আনোয়ারুল আজিম (৫৫) গতকাল ২১ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় ঢাকা ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।

হৃদরোগেই ডা. মোঃ আনোয়ারুল আজিমের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় ঢাকা খিলগাঁওয়ে তার মৃত্যুর ১ম জানাযা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ ফেনীর ফুলগাজীর কিসমত ঘনিয়া নিজ গ্রামে নিয়ে আজ সকালে ২য় জানাযা শেষ হবে।

পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। এর আগে গত ৫ ডিসেম্বর তার শারীরিক অসুস্থ্যতার জন্য তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

একই রকম খবর