চাঁদপুর খবর রিপোর্ট ॥ চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে হাজীগঞ্জ শ্রীনারায়নপুর গ্রাম থেকে রোববার (৮ জুলাই) দুপুর ২ টায়র সময় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের আমির বাড়ী ব্রিজ এর দক্ষিণ পার্শ্বে হইতে মো. সবুজ মিজি (২৪) কে ৪৫ পিস ইয়াবাসহ আকট করেছে।
আটককৃত সবুজ মিজি হাজীগঞ্জ বলাখাল (মিজি বাড়ী) মৃত মিরন হোসেন মিজির ছেলে।
চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর (ডিবি) পুলিশের এসআই প্রহলাদ রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় হাজীগঞ্জ শ্রীনারায়নপুর গ্রাম চাঁদপুর-কুমিলল্লা মহাসড়কের আমির বাড়ি ব্রিজ এর দক্ষিণ পার্শ্বে হইতে আসামী মো. সবুজ মিজি (২৪), পিতা- সাং- বলাখাল (মিজি বাড়ী) তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। আসামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় এজাহার দায়ের করে মাদক মামলা রুজু হয়।