স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ রোববার (৯ সেপ্টম্বর) সন্ধ্যায় ২ জনকে আটক করেছে পুলিশ।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. জিহাদুল কবির পিপিএম এর নির্দেশে এসআই মো. মামুনুর রশিদ সরকার মামুন সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালে সদর থানাধীন পাসপোর্ট অফিস সংলগ্ন মধ্যম তরপুরচন্ডী মেডিসিন পয়েন্ট ওষুধ দোকানের সামনে হতে আসামী (১) রাসেল গাজী, (০২) হাবিব গাজীকে ২০ (বিশ) পিস ইয়াবাসহ আটক করেন।
এ বিষয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।