স্টাফ রিপোটার : উত্তাল পেদ্মা মেঘনায় লঞ্চ ও নৌকা ডুবি থেকে রক্ষায় চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে ২১ জন বেসরকারি ব্যক্তিকে দিনব্যাপী ডুবুরি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বুধবার সকালে চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেডে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়।
এর উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা.দীপু মনি।এতে প্রশিক্ষন দিয়ে সহায়তা করেন চাঁদপুর ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড।
চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান জানান,সরকারিভাবে ফায়ার সার্ভিস বিভাগে চাঁদপুরে মাত্র তিনজন ডুবুরি কাজ করছে। কিন্ত বিভিন্ন সময় চাঁদপুরে লঞ্চডুবির ঘটনায় সহায়তার জন্য পযাপ্ত ডুবুরি না থাকায় বাহিরের জেলা থেকে ডুবুরি আনা হতো। এ জন্য জেলা প্রশাসন নিজ খরচে বেসরকারি ২১জন ব্যক্তি কে দিনব্যাপী এই ডু্বুরি প্রশিক্ষন প্রদান করা হয়। যাতে করে তাৎক্ষনিক এদের সহায়তা নেয়া যায়।