উপ-সচিব আব্দুল হাইকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বদলী

স্টাফ রিপোটার ।। উপ-সচিব মোহাম্মদ আবদুল হাই পিএএ কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ” মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা শীর্ষক প্রকল্পের” প্রকল্প পরিচালক পদে বদলীর আদেশ জারি করা হয়েছে ।

বৃহস্পতিবার ১৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রনালয় প্রেষণ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব কে এম আল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলীর এ আদেশ জারি করা হয়েছে ।

জানা গেছে, উপ-সচিব মোহাম্মদ আব্দুল হাই পিএএ একজন দক্ষ, ইনোভেশন , জনবান্ধব অফিসার হিসেবে সবমহলে পরিচিতি রয়েছে । এর আগে তিনি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা আইসিটি) ও ডিডিএলজি’র উপ-পরিচালক পদে অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন ।

চাঁদপুরে থাকাকালীন ইনোভেশন ও জনবান্ধব কাজের স্বীকৃতি স্বরুপ তিনি জাতীয় জনপ্রশাসন পদক প্রাপ্ত হন ।এদিকে নতুন কমস্থলে উপসচিব মোহাম্মদ আবদুল হাই পিএএ প্রতি শুভ কামনা জানিয়েছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী । কর্মক্ষেত্রে তার উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি ।

উল্লেখ্য উপসচিব মোহাম্মদ আবদুল হাই পিএএ সবশেষ নিবাচন কমিশনের এনআইডি প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ।

একই রকম খবর

Leave a Comment