তরপুরচন্ডীতে অসহায়দের কাছে পৌঁছে যাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার

চাঁদপুর খবর রিপোর্ট : মহামারি করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকার কর্তৃক কঠোর লকডাউনের ৩৩৩ নম্বরে আবেদনকৃত কর্মহীন ও অসহায় মানুষদের চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের তত্ত্বাবধানে তরপুরচন্ডি ইউনিয়নের ৮টি অসহায় পরিবার মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার (ত্রান) বিতরণ করা হয়েছে।

গতকাল ২৯জুলাই (বৃহস্পতিবার) চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ এ খাদ্য সহায়তা (১০কেজি চাল, ২কেজি আলু, ২কেজি পেয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ১কেজি লবন, ১কেজি ডাল) বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, তরপুরচন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী।

এছাড়াও তরপুরচন্ডি ইউনিয়ন থেকে ফেরার পথে আরও ৪জন অসহায় দু:স্থ্য লোককে পেয়ে তাদের হাতে তুলে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ।

একই রকম খবর